অগ্নিবাণ, তোমাকে এই হৃদয়ের নির্জন কুটিরে
প্রতিদিন কাছে পেয়েও
বুঝতে পারিনি ঠিক মতো ।
অগ্নিবাণ, আমৃত্যু তোমার কাছে আমি
এক মুঠো ভালবাসার জোনাকি চেয়েছিলাম
অগ্নিবাণ, তুমি দুহাতে দিয়েছো ঢেলে তোমারই সব
অগ্নিবাণ, তোমার এত ভালবাসা
পুড়িয়ে খাক করে দিয়েছে আমার অন্তরের
গোটা মহাদেশ ।