এ অবনী যেন আচমকা-ই থমকে গেলো,
স্তব্ধ হয়ে গেলো চারিপাশ,
নিস্তব্ধ এই লোকালয়,
অর্ধমৃত এই জ্যান্ত শহরটা,
কোথাও কেউ নেই,
গলির মাথায় চায়ের দোকানটায় মাঝবয়েসী ছেলেদের সন্ধ্যেবেলার আড্ডা টা ও নেই।
প্রানের শহরের বিরক্তিকর জ্যাম ও আজ নেই,
জনজীবনে নেমেছে শোকের ছায়া,
যেদিকে তাকাই, হাহাকার আর লাশের গন্ধ পাই,
ধরায় এসেছে করোনা নামক এক আগুন্তক,
নিচ্ছে কেড়ে একের পর এক তাজা প্রাণ।
“করোনা” যেন যমদূতের-ই ন্যায়।
মনের মাঝে বাসা বেঁধেছে মৃত্যুভয়।
সব ভুলিয়া আটকা পড়েছি সবে নীড়ে,
স্বজন,প্রিয়জন থেকে কতো কতো দূরে।
বাঁচার প্রয়াসে সব মানুষই আজ
করে রেখেছে নিজেকে গৃহবন্দী ,
হিংসা-বিদ্বেষ উধাও এখন তাই
সবার মাঝেই অদ্ভুত এক ‘সন্ধি’।
এই খুনী থেকে বাঁচতে থাকি-না কিছুদিন মোরা গৃহবন্দী।
2020-10-17