বাংলা কবিতা, ছায়াডাকা, পাখিঢাকা কবিতা, কবি মারজুক রাসেল - কবিতা অঞ্চল
4.4/5 - (23 votes)

কাঁচাপাকা ঢিল গাছে ঝুলে থাকে। দেখা যায়।
কিয়দংশ পাতার আড়ালে— সে-গুলোও কাঁচাপাকা?
— সন্দেহ জঙ্গল খুলে আশেপাশে থাকে —
পাতাকে আড়াল করে, আড়ালকে পাতায় বসিয়ে রেখে
অপেক্ষা করার কথা অনুরোধে বলে
আমরা বড়ুই ছুঁড়ি গাছে—
এসব বড়ুই যেসব অঞ্চলে হয়
সে-অঞ্চল ছায়াডাকা পাখিঢাকা অভিধায় খ্যাত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments