প্রেমিকাকে যেদিন হতে পাখি ভাবলাম,
সেদিন হতে সে আর আগের ঠিকানায় নেই।
ঠিকানাটা আমার মুখস্ত ছিলো না
ছিলো একটা কাগজে লেখা।
সেই কাগজটা আবার সেলাই করা,
একটা শার্টের বুক পকেটের উল্টো দিকে।
প্রেমিকা পাখি হলো,
উড়ে গেলো মেঘের সাথে সখ্যতা করে।
আমি কবি হতে চাইলাম
থেকে গেলাম কবিতার গুদামঘরে….
এখনো বৃষ্টি এলে
একটা পাখির ডানাঝাপটানো শুনতে পাই,
পাখি কি তবে ডানা ঝাপটায় প্রেমিকা হলে?