আমাদের বিচ্ছেদের পরও আমাদের মাঝে তীব্র এক প্রেমের ঘ্রাণ লেগে আছে।
দু’জনের জীবনের নিয়ম দু’দিকে মোড় নেবার পরও আমরা মুমূর্ষু রোগীর মতোই ফিরে আসি পুরনো প্রেমে।
আমাদের প্রিয় সময়গুলো অতীত হয়েও বর্তমানের চেয়ে স্পষ্ট হয়ে ধরা দেয় ধোঁয়া উঠা চায়ের কাপে। চুমুকে চুমুকে মনে পড়ে যায় প্রিয় শাড়ির রং, পারফিউমের গন্ধ এমনকি রিক্সার বেলের শব্দ।
এখনো রিক্সায় করে যুগল দ্বয়ের চলে যাওয়া দেখলেই চশমা খুলে তাকিয়ে থাকি, ভাবি আমাদের
এভাবে রিক্সা করে শহর ঘুরে বেড়ানো দিনগুলি।
নাগরিক ব্যস্ত জীবনে নিজেদের বাঁচার লড়াইয়ে বারবার পরাজিত হতে হতে প্রেমের বুকে মাথা রেখে আবারও বলি,প্রিয়তমা আমাদের দিন ফুরলো নাকি!
প্রেম কখনই পুরনো হয়না, বরং সময় পুরনো হয়ে যায়। বিচ্ছেদের ঘ্রাণ শরীরে লেগে থাকেনা কখনই
লেগে থাকে প্রেমিকার হাসি,প্রেমিকের বিষন্ন মুখ।