ষ্টি নয় বারুদ চাই
এত সহযে পাপগুলো ধুয়ে দেব না
ওরা জল ফুঁড়ে উঠেছে,ক্রমপুঞ্জিত আরও
মাটি মাথা দেওয়াল ফুঁড়ে ছড়িয়ে পরেছে
ধ্বংস করেছে, নষ্ট করেছে
এক এক পাঁজর এক এক কালের
ক্রমপুঞ্জিত ইতিহাস, আমাদের
ভাঙা গড়া সবটায় ওদের ছত্রাক উঠছে গজিয়ে
আমায় অরাজগ হতে দাও
লেগে থাকা ঘাম কঠিন শ্রমের দাগে
আমি রেখে যাব শেষ প্রতিকার
ভেসে গেছে সব ভেঙেছে কঠোর ঘায়ে
শকুন নিয়েছে ভাগার সবটা
প্রত্যাশিতের ঘর, জ্বালিয়ে দিয়েছে
শান্তি স্তুতি প্র পিতার স্তবে ভ্রষ্ট ভ্রুকুটি
হে উন্মত্ত মেঘ
বয়ে আনো বারুদ বয়ে আনো আরো শবাধার
শেষ করে দাও যত সভ্যতা আলো
বিবেকের দায় কার, আমরা এসেছি
টেনে ছিঁড়ে খেতে
গড়েছ সবটা ছিনিয়েই নিতে
বারুদে ঝলসে দাও
আর নয় স্পৃহা অভিসার
ছত্রে ছত্রে কৈফেয়ত শুধু, তোমার দেওয়ালে
নিষেধের তকমা টেনে ছিড়ে দাও
স্তুতি তার,পেছন ফেরা নয় সমুখে আগাও
ওখানে ক্কচিত প্রভাত হয়
নিষ্কলঙ্ক ফুলে কেবলই নিষ্পেষণ
2024-08-17