আমি আর ভাবছি না ভাববো না
ভাবতেও চাইছি না আর,
উড়ে এসে জুড়ে গেল শব্দের ছানাপোনা
সরসীর জলে তার মায়া চোখ
দেখছি না দেখব না জলচোখ পিঠে যার
বড়শির ক্ষত ছোপ !
চাইছি না রোদ্দুর নিষ্ঠুর খড়তাপ ধ্যাত্তোর
ভিজে আছি ঝিরঝিরে মিহি যেন তেল কই
ইলিশে !
আছি বেশ খাশ হয়ে ঝিম হয়ে
রিং হয়ে ওমের ভেতর
ভোর হলেই সাঁতরাই, কালো জলে তিরতির
মাঠ এসে ছিপ ফেলে বসে যায়
বলছি না বলব না খাল বিল যত খুশি ডুবে যাক !