মানুষ
—————-
কোন এক কবি বলেছিলেন
মানুষের
কোন সংজ্ঞা হয় না,
সমুদ্রতীরে গিয়ে দাঁড়ালে
পৃথিবীটার
দৈর্ঘ্য প্রস্থ আকার প্রকার সংজ্ঞায়
এক একটি ‘মানুষ’ !
নি:সীমতায়
মল্লিকা রায়
—————–
আমি তোর দৌহিত্রী হব
ফিরিয়ে দেব কনকলতা
দোহাই তুই উঠে দাঁড়া
এইবার সেজে নে বরং স্টেনগানে
মিসাইল তোর মনের মশাল হলে
দেখবি জ্বলে যাবে সব জঞ্জাল
বোকা, কেউ আজকাল
মেয়ে হয়ে জন্মায় নাকি, মেয়ে তৈরি করা হয় !