নি:সার খোলের ভিতর
এক জন্ম এক মৃত্যু অভিসার
অত:পর শূণ্যতায়
পরে থাকা টুকরো রোমন্থন
পৃথিবী পেরিয়ে যায়, প্রতি ধাপ প্রতি পর্ব ধরে
অর্বাচীন কেউ
খুঁজে চলে মালকোষ রাগের সূচনা
ঘুম যেন ঈর্ষাকাতর অর্ধাংশ কেড়ে নেয়
যে স্বপ্ন বিভোর হবে বলে
একে একে শৃঙ্খল মোচন, চিনি তাকে?
পূর্ণ থেকে দেখা যায় শূণ্য যোজনা
চন্দ্রমুখ চূড়ের মতন, আষ্টেপৃষ্টে আবর্তন
কোন স্বপ্নে কার সে সমাধি
বয়ে চলা নিষাদ বরণ কে হে তুমি
জটাজুট প্রহরী সমান
আমার অষ্টাঙ্গ বয়ে
ত্রিবিধ প্রতাপ ছুঁয়ে দেখি জ্বর
আজলা মেলেনি
চলে যাওয়া তার আকস্মিক প্রেতের মতন
অথচ জ্যোৎস্না ছিল অনাঘ্রাতা রাত
রেশমি আঁচলে গাথা সুতীক্ষ্ম মশাল
প্রথম কলিটি সবে
ওষ্ঠ অধরে, কে তুমি ভাঙালে গান
প্রতি ছত্র প্রতি বর্ণস্বরে
বলেছিল রাত কিছু তাপিত অধ্যায়
স্পর্শ চেয়ে তৃষিত অন্তর
চিরন্তন ভাষা মানব মানবী বোঝে
কেন আসে অভিসার মৃত্যুর মতন।