Review This Poem

সাঁকোহীন ভাঙা দোলনায়
কি প্রণয় কি সংখ্যক আঁধার আলেয়া
রেখেছো সংবর্ত বাসা
পাখির আলয়ে , কুজ্ঝটি ডিম আজন্ম পৃথিবী ঐ
খাদ্যাবর্ত মুখে কি এমন প্রজন্ম সুখ
কিচির মিচিরে হাত রাখো
অর্ধগজা পালক অভ্যন্তরে, দুগ্ধগন্ধ
সদ্যজাত মুখের ভেতর !
সদ্য ওম ডানা সুখে ওঠেছে গজিয়ে
ষড়রিপু এখনও গর্ভমুখ
সাঁকো তার সাস্টাঙ্গ দেহ রেখেছে লুকিয়ে
আজও তাতে বরণ উৎসব, মাঝে মধ্যে
ঢাকঢোল
ডিম ফুটে ইতি উতি ওড়ার আবেগ !
হাস্নুহানাও নেই ফোটেনি বকূল, প্রেমরাগ
চারটি শাবকে খুঁটে খেল ব্রম্মা বিষ্ণু হয়ে, বাহবা দিল লোকে
আমি তাকে ধর্ষকাম
একপক্ষ শেকল দিলাম, যদিচ নৈবেদ্য ফলে
ফিরে যায় আপন বলয়ে।
দোলনাও অর্ধদগ্ধ কিংবদন্তি আজ
কিঞ্চিৎ মেলে না, পাখিমুখে শষ্য উৎসব।
মরিচার আবদারে সেও যেন
উন্মন ঠায় ঐ দোলনার ঘরে, আবিষ্ট আবেগে
সাধ্য কে বিচ্ছিন্ন করে , একপক্ষ মরিচা দিও
জংয়ের আবডাল,রঙ রুপ রেখে দেব
সাধ্যাতীত ঘাসের ভেতর
একটা চুল্লু দাও আবর্জণা সেরে রাখি
বিচ্ছিন্ন মাথা দুর্বিসহ ঘিলুর ভেতর
এক্সট্রিম দগ্ধতায়
চলুক তিনশো ভোল্ট তোমার আমার!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments