গোধূলিলগ্নে পুঞ্জীভূত সোনার আভায়
অগ্নিদীপ্ত যে চোখ খেলা করে,
গুচ্ছ গুচ্ছ কঙ্কন ঝংকারে
যে মন সদা উদ্বেলিত,
চকিত মনের উতলা হাওয়ায়
যে সুর বাঁধে অনন্ত বাক্যে,
বর্ষাদিনের অবিরাম শব্দবানে
যে সৃষ্টি স্বপন রচনা করে,
চিরচঞ্চল ফাগুনবেলাতেও
যে সমুদ্রসমান কল্লোল তোলে,
কল্পনাপটে অদৃশ্য থেকেও
যে সৃষ্টি করে আপন মানসপ্রতিমা,
যার হাসির বানে বিদ্ধ হয়
অন্তরাত্মার প্রতিটি কোণ,
পত্রঝরা ধূসর অরণ্যে
যে ফোঁটায় পত্রপল্লব,
শত নিরাশার মাঝেও
যে নিলাম্বরে সুখের বৃষ্টি ঝরায়,
সে আর কেউ নয়,
তুমি, শুধুই তুমি ।
আপন মনের গহীনে সৃষ্ট
তোমার মানসপ্রতিমা ।
2025-11-30