রঙ্গিন ফুলে প্রস্ফুটিত সবুজ অঙ্গন
হাওয়াটাও ভীষণ মাতাল
মৌমাছিদের গুঞ্জরনে,
আম্রমুকুলে আচ্ছন্ন কাননও কথা বলে
কোকিলের কুহুতানে ।
কৃষ্ণচূড়া-রাধাচূড়া-অশোক-পলাশ-শিমুলেও
মোহ ভরানো আশ্চর্য মায়াজাল ।
অলৌকিক স্পর্শে জেগে ওঠে প্রান
ফুলের গন্ধে সদা দীপ্যমান,
বসন্ত বন্দনা শেষে
প্রতিক্ষার অবসান হয়,
সগৌরবে আগমন ঘটে বসন্তের ।
রঙ্গিন দৃশ্যপট চোখ বুজলেও স্পষ্ট,
উচ্ছাস আর বাঁধভাঙ্গা আবেগের জোয়ারে
প্রকৃতির কোলাহল ছাপিয়েও
দুদণ্ড প্রান ফিরিয়ে দেয় প্রিয় বসন্ত ।
এ যেন বিনিদ্র এক বাস্তবতায়,
স্বাপ্নিক প্রসন্নতা,
এ যেন অবগুণ্ঠিত বিচ্ছিন্ন জীবনে
অবাক সৌন্দর্যতা ।
এ যেন রেশমি মেঘে আড়াল হয়ে,
ভাঙ্গে নীরবতা,
আনন্দে উদ্বেলিত করে
নাগরিক উচ্ছলতা ।
স্বাগত স্বাগত প্রিয় বসন্ত
প্রনমি তোমারে অস্তিত্ব ‘পরে ।
ফিরে এসো বারবার
আগুন ভরা ফাগুন শেষ হবার আগেই
ফিরে এসো, ফিরে এসো প্রিয় বসন্ত ।
2025-11-30