প্রথিতযশা কোন কবির পদ্যবানে
আজ বিদ্ধ করবোনা তোমায় ।
ভাঙ্গা মন্দিরের, ভাঙ্গা প্রতিমার কাছে
চাইবোনা কিছুই ।
ভালোলাগার শিহরিত অনুভূতিও
তোমার অজান্তেই ধামাচাপা দিব ।
অস্ফুট কান্নার স্বরের মাঝে
খুঁজবোনা কোন কারণ ।
অপারগতার ভাষাহীনতার কাছে
আমি নিজ থেকেই আজ
পরাজয় স্বীকার করে নিব ।
ব্যস্ত সময়ের কষাঘাতে জর্জরিত থেকেও
কিছুটা সময় রাখবো শুধু তোমার জন্য ।
জানি, তোমার কাছে আজ অনেক দূরের আমি,
আমার অনাগত স্বপ্নকেও লালন করো না
তুমি তোমার আপন মহিমায়,
ভালোবাসার কক্ষপথে বিচরণ করো না,
নিঃসঙ্গতার পক্ষাঘাতগ্রস্থ হয়ে
অবিরাম বৃত্তাকার পথেই থাকো ।
জানি, থাকবে আজীবন ।
তারপরও কিছুটা সময় রাখবো শুধু তোমার আশায় ।
পূর্ণতার অন্ধকারে হারিয়ে যাই আমি,
স্বপ্নভঙ্গের পরও স্বপ্নভঙ্গের দোলাচলে
ঠাই দাঁড়িয়ে থাকি আমি ।
জানি, থাকবো আজীবন ।
2025-11-30