পাগল করা বৃষ্টি দেখেছ কখনো?
জানালার পাশে সুরমা বৃষ্টিকে চোখে জড়াতেই
শাশ্বত ধ্বনিগুলো ঘণ্টা বাজায় পাঁজরে।
এলোকেশী আমি বারবনিতা ছাড়াই সেলফি তুলি বিদ্যুৎ মোবাইলে।
পোজ দেই সরল স্মিতহাস্যে।
প্রিয়ার চোখের কাজল কি লেপ্টে গেছে খুব করে?
নাকি উঠে যাওয়ার ভয়ে এখনো বেচারি রাতে ঘুমাতে পারে না?
বৃষ্টির জলে ধুয়ে যাবে না তো?
তুমি বরং আজ প্রিয়াময় হয়ে যাও।
তুমুল বৃষ্টিধারা বয়ে যাবে হৃদয়ের ভেতর দিয়ে।
কখনো যেন চোখ স্পর্শ না করতে পারে।