ব্যালকনিতে কুটুম আসে
আমি ইচ্ছে হয়ে খেলা করি তার সাথে।
বিদায় বলতেই ভয়ে জড়োসড়ো হয়ে পড়ে।
প্রত্যুত্তর, ক্ষণিক বিদায়।
মুখ চেপে হাসি।
বন্ধু ও ভালোবাসা বলে ডাকে আমায়।
আমি কবি।
খামখেয়ালের জানালায় প্রায় বাতাস হয়ে বইতে চায় সে
আমি তখন ভয়ে জড়োসড়ো হই।
বলি ক্ষণিক বিদায়।
এভাবেই চলে আমাদের জীবন।
তুমি চুপ আছো বলেই কুটুম আসে
তুমি এলে ভালোবাসা নিয়ে কুটুম চলে যাবে।
আমি তখন বন্ধু হয়েই বেশ রবো।