শরীর নয় আকাশেও বিদ্যুৎ চমকালো তোমার স্পর্শে।
উজানের চরে মৃদু বাতাসে যেমন ফসল দুলে।
দুর্দিনেরা এসে এখন ফিরে যায়।
তিলোত্তম,
স্ক্রাব দিয়ে তুলে নিব ভালোবাসার ধূলিকণা।
বৃষ্টি দিয়ে ধুয়ে দেব মৌনতা।
আর ব্যথাটুকু ঠোঁট স্পর্শে নির্মূল হবে।
স্বপ্নঘোরে প্রবিষ্ট থেকো।
পৃথিবীটা আমাদেরই।