কথামালার কথা আজ হারিয়ে গেছে।
ঘোর অমানিশা চারদিকে তার।
তবুও তুমি নির্বাক।
চলন্ত ট্রেনের কামরায় চলো হাতে হাত রেখে বসি।
তুমিতো কখনো ট্রেনে চড়োনি,
ঢাকা টু নরসিংদী হোক আমাদের খুনসুটির পথ
চারদিকে মৃত্যুবীণা বাজছে,
হারিকেনের শুদ্ধ আগুনে নেচে বেড়াচ্ছে শকুন।
ধানসিঁড়িতে চিলের জমিন অনুর্বর।
তিলোত্তম,
হারিয়ে ফেলা সেই দিনটি আবার চাই।
হৃদয়ের ভাঁজে সুতো দিয়ে গেঁথে দিবো পাণ্ডুলিপি।
বাকি সব গোল্লায়।
মন প্রতিষ্ঠিত হওয়ার দিনটি আবার চাই।