হৃদয় ঘর্ষণে বেড়ে উঠা ফুলকি গন্ধ ছড়াচ্ছে,
হিমেল হাওয়া প্রয়োজন।
পুড়ে যাক ছাদপাখি
ব্যায়ামাগারে হাঁপিয়ে ওঠা বুড়ো অপেক্ষা করুক
আলোচনা হোক এভ্রিল এবং কুমারীত্ব নিয়ে।
ফেলে আসা সাজনাতলা পড়েই থাকুক।
আলো নিভে যাবে-তা চাই না।
শুধু তোমার স্পর্শ চাই।
শীতল স্পর্শ।
তুমি কি হবে আমার তিলোত্তম?
হিমেল হাওয়া হয়ে?