প্রতি রাতে ভাবি একটি কবিতা লিখবো,
তোমার মতো সহজ আর সাদাসিধে
ঘুম থেকে উঠে দেখবো শেয়ারে ছেয়ে গেছে প্রতিটি নিউজফিড।
আমাকে না জানিয়ে সংবাদমাধ্যম ব্রেকিং জানাবে চ্যানেলে চ্যানেলে,
ঘুমে আমি হামহাম দেখি, দেখি আলোকচিত্র।
ভেনগগ কিংবা এরিস্টটল দেখি।
চিন্তায় তুমি আসো না শুধু।
কবিতা কি তুমিই?