পরের জন্মে তুমি মেয়ে হয়ে জন্ম নিও__
হাঁটতে গিয়ে যখন দেখবে তোমার স্তন মাপছে হাতের মুঠোয়
কিংবা বাসে চড়তে গিয়ে পিঠে হাত পরবে অনায়াসে___
জনাকীর্ণ পরিবেশে কেউ এসে চিমটি কাটবে তোমার উরুতে কিংবা নিতম্বে,
অথবা কবির চোখে হয়ে উঠবে তিলোত্তমা।
পিরিয়ডের ব্যথায় কাতর হয়ে কোণঠাসা হয়ে থাকবে,
মাতৃত্বের স্বাদ পাবে।
পাবে ‘মেয়ে’ শব্দটির জটিলতা।
পরের জন্মে তুমি বরং মেয়ে হয়ে জন্ম নিও।
এ জন্মে যেই মেয়েটিকে নিয়ে তুমি মত্ত থাকো__
বিবেকের চাপে পিষ্ট হয়ে কেন মেয়েটি তোমার হাত ছুঁয়েছে,
দেখবে মেয়েটি কেন বেশ্যা হয়েছিলো__
পরজন্মে তুমি সেই মেয়েটি হও।
‘মেয়েরই বেশী লাভ টাকায় কিংবা শরীরে’ ভাবতে পারবে না তখন।
পরের জন্মে তুমি মেয়ে হয়েই জন্ম নিও।
পিশাচের থেকে বাঁচতে কত কাতরতা, কত আহাজারি _
ধর্ষণের পর ধর্ষণে কি তৃপ্তি পেতে তা তুমি মেয়ে হয়েই জেনে নিও।
পরের জন্মে তুমি মেয়ে হও।
পরজন্মে তুমি বরং মেয়ে হয়েই জন্ম নিও।