বাংলা কবিতা, আশীর্বাদ ৩ কবিতা, কবি খাদিজা ইভ - কবিতা অঞ্চল
3.8/5 - (11 votes)

একটা প্রকট দুর্গন্ধে শ্বাস নিতে পারছি না।
এক পলিথিন গলিত মাংস কিংবা টাকাওয়ালাদের উচ্ছিষ্ট খাবার ___
অথবা ড্রেন দিয়ে বয়ে যাওয়া মরা কুকুর বিড়াল,
জীবনে পচন ধরলে কি এমন দুর্গন্ধ ছড়ায়?

ক্ষুধার রাজ্যে নাকি পৃথিবী গদ্যময় বললেন সুকান্ত।
বাবু, আমার রাজ্যটা তবে কিসের একটু বলবেন?
আমিতো চাইনি এমন ম্লেচ্ছ জীবন___
তবে কেন আমারই উপর এই আশীর্বাদ?

মা বাবার ভালোবাসার তুচ্ছ জীবন আমার,
ঘুটঘুটে অন্ধকারে মাতৃস্পর্শহীন আমি জেনে গেছি___
সকল আঁধারের পর আলো আসে না।
কখনো অন্যপ্রাণীর খাবারের মেনু হতে হয়।

তবে কি দুর্গন্ধটা আমার শরীর থেকেই পাচ্ছি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments