প্রচণ্ড উচ্ছ্বাসের ভেতরে হঠাৎ কেঁপে উঠি
ভুলে যাই সামনে যা থাকে।
শুধু একটি ছবি…যে হাসে না,
অথবা তাকিয়ে থাকে না অবুঝ দৃষ্টিতে।
গগন ফাটানো চিৎকারে মাতিয়ে রাখেনি সে
শুধু চোখ বুজে পুরো পৃথিবীকে অন্ধকার করে এখন বাস করছে
বাইজেন্টিয়ামের মতো কোনো অলীক রাজ্যে।
আমার হাস্যোজ্জ্বল মুখ যখন কুয়াশাচ্ছন্ন সকাল হয়ে ওঠে,
জীবন বাবু তখন জীবন্ত হয় প্রতিটি শিশিরে।