অপেক্ষার প্রজন্মে ভর দিয়ে চলছে উন্নয়ন কর্মকাণ্ড,
অথচ রাশি রাশি পাখি ডানার অভাবে উড়াল ভুলে গেছে,
আগন্তুক এসে কৌশলে কেটে নিয়েছে ডানা,
খেয়ালি পাখি হারায় তাদের নিজস্বতা,
কতিপয় উচ্ছ্বাস উঁকি দেয় বেদনার নীল গর্তে,
যদিও পেঁচাটা তখনো খেয়ালের ভুলে ডেকেই যাচ্ছিল।
মন্ত্রপুরের সাধন তখন অট্টহাসিতে বিমুখ আর
বহু বছরের আরাধনা আজ সার্থক।
পাখির বাসা আজ বিলীন,
হারানোর শোক প্রকাশ করার জল নেই নদীতে।
আর পাখির কঙ্কাল তখনো ঝুলছে প্ল্যাকার্ড কিংবা ব্যানারে।
অথচ সুবোধেরা আজ পালিয়ে গেছে।
রয়ে গেছে স্মৃতিশাস্ত্র।