4/5 - (1 vote)

I am sorry
জানি,কেউ না দেখলেও আপনি দেখবেন ই।

পারলে ক্ষমা করে দিয়েন,আজকের ভুল টার পরে হয়তো আপনি আমাকে আর আগের মতো ভাবতে পারবেন না।

তবে কি একটা ছেলের আবেগ চেপে রাখতে হয়, হাজার চাইলেও সে সেটা উজার করে কেঁদে উড়াতে পারেনা।

নিকোটিনের সাথে যত‌ই বলা হোক আবেগ উড়ে, আসলে ওড়ে শুধু ধোঁয়া।

কত লোক অতীত নেভাতে আলো জ্বলে,আমিও ক্ষীণ আলোই জ্বেলেছিলাম।

তবে এভাবে আপনাকেও আমার অতীত হতে বলেন না, আপনার নামটা অতীতের খাতার তুলনায় মূল্যবান।

বলছেন যে এতো কেন বলছি?

কারন এটাকে অনেকে ছেলেখেলা আখ্যা দিলেও,আমি বলবো তুমিই আমার প্রথম ম্যাচিউর ভালোবাসা।

এভাবে ভুলতে বলো না।

হয়তো পাগলগুলোর মতো আবেগটাকে নেশার নিগড়ে বন্দী করতে চেয়েছিলাম,তবে বিশ্বাস করো পারিনি।

ওসব আমার দ্বারা সম্ভব নয়।

হয়তো পাগলগুলোর মতো তোমাকে আর পাঁচটা ভালবাসার খামবন্দী করার চেষ্টা করেছি আজ।

কিন্তু দেখলাম এ বোকা মানুষটার দ্বারা শুধু তোমার নামে ভালোবাসার খোলা চিঠি লেখাই সম্ভব।

সবশেষে বলবো পারলে এ পাপীকে তার আজকের পাপের জন্য ক্ষমা করো।

আর মনে রেখো এ শুষ্ক হৃদয় সবসময়ই ঐ দুটি চরনকে প্রিয় মনে করে রেখেছে,

মেয়ে তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি?
কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটু খানি বেশি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments