আকাশ, তুমি শুনছো? আমি নোংরা,
মেলে নিলাম আমি নোংরা।
এবার ভালোবেসো,চিৎকার করে
হুংকার দেইনি কত সহস্র যুগ
নিজের ভালোবাসা তোমার শরীরে লেপটে
পূজন হউক আমার দেহ।
মহাকাশে ভাসাও-কাঁদাও,
আমায় অনেক কাঁদাও
গিলে ফেলো আমায়
তোমার গোবর যুক্তিতে।
কাটো আমায়,রক্তাক্ত করো
বের করে দাও সেই যন্ত্রণা,
তোমার শরীরের প্রতি টান।
পারলে রিভলবার দিয়ে
উড়িয়ে দাও খুলি,
মুক্তি দাও প্রতি রাতে তোমার নামে কোলবালিশ চোদা থেকে।