সমুদ্র পারে বাধবো একটা ছোট ঘর।
থাকবো তুমি আমি ।
হাসি তামাশা ঝগড়া প্রেম সব থাকবে।
থাকবেনা শুধু বিচ্ছেদ।
প্রেমে দিনে একশো চুমু খাবো।
রাগের দিনেও এক কাঁথায় নিজেদের গুঁজে রেগে থাকবো।
সকালে তোমায় টিউলিপ দেখিয়ে গোলাপ বলবো।
তুমি হাসবে বধূ আমার।
একটা পেটির মাছ নিয়ে দুজন করব মারামারি।
গলায় পুঁথির মালা পরাতে গিয়ে খাটে ফেলে তোমার থেকে নেবো যৌনতার সবটুকু স্বাদ।
কোনো এক সুরায় তুমি আমি মদ্যপ হয়ে পরে থাকবো একদিন।
শিশুমেলায় ফেরিস হুইলে তোমায় বাদাম ছিলে দেবো।
তোমার গলার কাটা দাগটা আমায় ভীষণ ভাবায়,
ঈশ্বর আমায় ঐটা দিয়েছেন আশীর্বাদ স্বরূপ- ওখানে তোমায় চুমু খেয়ে ভুলিয়ে দেবো তোমার অন্য সব ক্ষত।
এরপর শেষ বয়সে একটা লম্বা ছুটিতে গিয়ে তোমার কোলে শুয়ে চোখটা নিভে দেবো ঈশ্বরের ডাকে সারা।
যদি বধূ তুমি আমার চেয়ে বাঁচো একটা বেশি দিন, কয়েক সপ্তাহ কিংবা বছর।
আমার স্মৃতি হিসেবে গলায় ঐ চব্বিশ সালে কিনে দেওয়া মালাটি পরে আমায় মনে করো?
2024-06-19