প্রেম, মোহ, ভালোবাসা বুঝিনা-
তবে মেয়েডারে যখন
অফ হোয়াইট শাড়িতে দেখসিলাম,
মনডা ধপ কইরা উঠসিলো।
একসাথে যখন
কলকাতা বিরিয়ানি হাউজে কাচ্চি খেলাম, মনডা চাইসিলো ভাতটা
মাখায় খাওয়ায় দিতে।
ঘাটের ঐ নোংরা পানিতে নৌকায় যখন বিড়ি ফুঁকতে ফুঁকতে কাঁধে মাথা রাখলো, মনডা চাইসিলো চুলডা
আলতো করে সরায় দিতে।
আজোও মনডা চাইতেসি ভরপুর ভালোবাসি,
ফারামগেটের বাসার নিচে গিয়ে চিল্লায় পুরো পাড়ার লোক এক করি।
ভালোবাসা বুঝিনা- তবে তারে অফ হোয়াইট শাড়িতে দেখলে
মন এখনোও খালি তারেই চায়!
2024-06-19