তুমি ছিলে আমার হয়ে
স্বত্তার বাইরে রাজপথে
ভিজেছিলে,আমার সাথে
কোনো এক বর্ষাহীনে ।
শরৎ যেন হয়না আমার
তোমার আঁচল ছেড়ে
চেয়েছিলাম, সর্বশেষে
তোমার আলিঙ্গনের।
কোনো এক বর্ষাদিনে
এসেছিলে তুমি আমার
হয়েছিলাম,মৃত আমি
তোমার রাজকুমার।
কেঁদেছিলে বিশ্বসমেত
নিঃসঙ্গতার প্রেমে
হয়েছিলাম,মৃত আমি
তোমার রাজকুমার।
আজ আবার সেই রাজপথে
হেটেছি একায় আমি
কেটে গেছে শত সহস্রদিন
তোমার বর্ষাবিলীন।
কোনো এক বর্ষাদিনে
এসেছিলে তুমি আমার
হয়েছিলাম,মৃত আমি
তোমার রাজকুমার।
কোনো এক বর্ষাদিনে
এসেছিলে তুমি আমার
তুমি আমার সেই গল্পটা
তোমায় না পাওয়ার।