তুমি ভেসে বেড়াও,আমি ডুবে যাই।
মধ্যরাতে তুমি আনন্দে,আমি কান্নায়
তোমার জীবন রৌদ্র,আমার সাবলীল অপেক্ষা কম
তুমি আজ চূড়ায়,আমি তলানিতে।
কিসের এতো দম্ভ?এতো হতাশা?
ছিড়ে ছিড়ে খাচ্ছে আমায়।
সেই চেনা পথে আজ আমরা অচেনা
বাস দিয়ে এখন হেডফোন গুঁজে এগুতে হয়।
ভেঙেছো,মুছেছো
হারায়নি
হারাবোনা
বেঁচে থাকব
কিন্তু পথ মাঢ়াবোনা।
এই তুমি আমি স্বত্বা
জিতে গেসেন ভাই!
গরু থাবানি বাঙাল বুঝেনা,
সেক্স চ্যাট গুলো ক্লাসি না*
2020-09-21