পৃথিবীর যত বাঁশির সুর,
সব তোমার নামে দিলাম।
যত জীবনে পেয়েছি ভালোবাসা
আর প্রেমিকার ভেজা ওষ্ঠাধর,
সব তোমার ফাউন্ডেশনের বোতলে ঢেলে নষ্ট করে দিলাম।
আমার যত কষ্ট, বেদনা, সংগ্রাম, বিষাদ তা তোমায় নাই বা দিলাম।
প্রিয় জুহি আমার-
মৌমাছিদের আহরিত মিষ্টি সরষে মধু, তোমায় আমার ভালোবাসার সবটুকু দিলাম।
2024-05-30