তুমি ছিলে আমার কালো নখ পালিশের মতো
ঐটাও মায়ের ভীষণ অপছন্দের!
সিগারেট ফুঁকা ঠোঁটও স্বাভাবিক হচ্ছে,
মিলিয়ে গেছে কালো ছাপ।
সাথে প্রেমিকার দেয়া
১২১ ফরাসি চুম্বনও?
মাঝে মাঝে মনে হয়
কোন দামি রেস্তোরাঁয়
মদ্যপ হয়ে থাকি তোমার ঐ
মিথ্যে প্রেমের বেড়াজালে,
তুমি বলেছিলে ওসব মোহ
আমি বললাম মুগ্ধতা আছে
দিনশেষে আজ তুমি মিথ্যে হয়ে সত্য
আর আমি সত্য হয়েও মিথ্যে।
তোমার ঐ চাপা হাসির মাঝে
প্রতিবারই মনে হয় যেন কোনো ধূসর অমলিনতা লুকিয়ে আছে,
যেনো হ্যামিলনের বাঁশিওয়ালা বাজিয়েছিল কোনো শোকসভার করুণ ধুন।
তবে কি তুমি সত্যকে
গোপন করতে শিখে গেছো?