হায় ঈশ্বর!
তোমার পৃথিবীর নিয়ম কত নিষ্ঠুর!
বিচ্ছেদ বেদনায় নাকি ভালোবাসার শেষ?
কিন্তু আমি এ নিয়ম মানি না
যত লাজ আজ শরীর থেকে ঝেড়ে
সব গৎবাঁধা প্রেমনামার দরজা ভেঙে
রক্ত কেশে আজ চিৎকার করে বলব,
পৃথিবীর যত ভুল ছিল,ছিল যত প্রেমিকের কাব্য
স্বার্থপর এর মতো উজাড় করেছি
আমার প্রেমিকার নামে, ভালোবাসি।
কান্তার মরু,দুর্গম গিরি
পৃথিবীর সকল অস্বস্তিকে মধ্যাঙ্গুলী!