পরমাণু হুমকি সনাক্ত হয়েছে
জীবন গেছে কত প্রান্তে ভেসে
ছড়িয়ে পড়েছি আজ আমরা
মৃত্যুর পথে
হারিয়ে গিয়েছি আমার সেই শান্ত
সবুজ ধরনী
মৃত্যুকূপ এ আজ ভালোবাসা
মস্তিষ্কের রক্তনালী
পাষাণ হৃদয় গুলো চেপে রাখে কান্না
হাসিমুখে কেড়ে নেয় ক্রোধ
অর্থের নিগড়ে বন্দী শেকলে
ভিড়ে থাকে শত শত লোক
নির্জন প্রহর আমার
ভেঙেছে শুধু আমায়
একঘরে নেই আজ
ভালোবাসার তোমায়
বিশ্ব এখন আজ অর্থের নিগড়ে বন্দী
পরমাণু চুক্তি যেন তাদের কান্ডারি
ভালোবাসা ও আজ হয় বিকি নি
মুদ্রাস্ফীতির বাজারে
মৃত্যুকূপ খুড়েছি কত
ফেলেছি কত নর-নারী