আমি এখনোও পরে থাকি
আমার সেই স্যাঁতসেঁতে পিলারের কোণে,
জীবন গেছে বেশ বদলে
রূপক ছেড়ে আজ বসবাস বাস্তবতার নীড়ে।
আকাশী পাঞ্জাবি,কবিতার বই,চা সিগারেট-
সবই আজ শুধু বখাটেপানা মনে হয়!
এইতো কদিন আগেও ছিলাম এক সাধারণ মানুষ-
যেদিন থেকে তুমি এলে জীবনে,
সেদিনের পর থেকে তোমার বিরহ বেদনায় তিলে তিলে কবিমন উন্নত হতে হতে
আজ অন্যরকম হয়ে গেছি!
তোমাকে প্রথম যেদিন শাহ আলীর সামনে দেখলাম
সেদিন কেনো যেনো বুকের মাঝে এক আতংক গেঁথে যায়-
ঐযে ঝড়ো কালবৈশাখী উঠেছিল সেদিন,মনে আছে?
সেদিনের পর আর তোমাকে নিজের মত করে পেয়ে উঠা হয়নি।
হাজার শব্দের পান্ডুলিপিতেও বলতে পারিনি কতটা ভালোবেসেছিলাম।
আর তুমি চলে যাওয়ার পরে বৈরী আবহাওয়া আমায় আর ভয় দেয়না,
তোমার বিয়োগান্তক ঘটনাই যে আমার জীবনে সবচেয়ে বড় মিথ্যে বৈরিতা!
বেশ কদিন হলো কবিতা আর টানে না।
তার আর প্রশংসা করার মন হয়না।
ভালো কিছু লেখলে তা ব্লকজনিত কারণে তার কাছে পৌছায় না।
কিন্তু গাল দিলে আকাশে বাতাসে শুভাকাঙ্ক্ষীরা তার কাছে পৌছায় দেয় মিনিটের ভিতরেই।
এইজন্য কবিতা না লিখে গাল দেই,কাউঠামি করি।
যদিও দিনশেষে এব্রেথেব্রো কবিমনার সবটুকু এক নেফারতিতিকে ঘিরেই!
অসাধারণ ❤️