সংবাদপত্রে চোখ পড়লে চোখেভাসে চেনাজানা এমন কয়েক এঁধো মুখের প্রতিবিম্ব…
….সংসারচিত্র-
নাগরিকত্বের বোজা টেনে টেনে যাঁরা যাপন করছেন নরকজীবন।
তবুও তাঁদের কোনো অনুযোগ নেই
যুগযুগের বহমান বঞ্চনা কেড়ে নিয়েছে তাদের অভিযোগের ভাষা,
নাগরিক অধিকার
হে বঙ্গনেতা, মন্দাপর্বের এই অসময়ে তুমি এসো আবার
জীবনানন্দের শালিক কিংবা বাংলার দোয়েলের বেশে
শিশ দিয়ে জাগিয়ে দাও ঘুমন্ত বাংলাকে