কানুনশালার বারান্দায় বসে বসে জলসিক্ত নয়নসমূহ অপ্রত্যাশিত বিষাদের নকশা আঁকছে-
‘কানুন নিয়ে পাশা খেলছেন স্বয়ং কানুনেরসিপাহী’
‘মায়ের নবান্ন খোয়া যাওয়ার দ্রোহে
কাছারিঘরে আত্মাহুতি দিচ্ছে সহস্রাধিক আলোকপোকা’
– এইসব দৃশ্যাবলী চোখে পড়লে ইদানীং বিদ্রোহী সিভিক হতে ইচ্ছে করে
ইচ্ছে করে ঊর্ধগগনে মাদল বাজিয়ে গেয়ে উঠি দ্রোহী নজরুল
রাজপথে এঁকে দিই রক্তিম ফুল….
সঙ্গী হবে? হে অধ্যেতা,
পদ্ম, বকুল
সঙ্গী হবে? হে ননীর পুতুল
কাছারিঘরে মায়ের নবান্ন নিয়ে ফেরার সঙ্গী-