Review This Poem

তরল জলের মতো তুমিময় কিছু সময়-ভাবনা প্রায়ই আমাকে
বন্দী করে এক যৌগিক বন্ধনে

আমি স্থির মিনার হয়ে যাই।

ভুলে বসি রাতের গভীরতা মাপতে
ভুলে বসি নিদ্রার আবশ্যকতা
এই ফাঁকে ভাবনার নির্যাস মস্তিস্কে বরফ আঁকে!
বিষাদ আঁকে
বৃষ্টি আঁকে…

প্রিয় মেঘ, তোমাকে ভাবতে ভাবতে আমি আটকে যাই- ভাবনার বরফকলে,
বিষাদঘোরে!

৫.

তুমি আমার প্রেমিকা ছিলে না, ছিলে কাঠফাটা দুপুরের
উড়ো মেঘের ছাঁয়া
আমি ছায়ার প্রেমে পড়েছি
ছুটেছি পিছে পিছে
এবং
নেশাতুর শব্দের ভ্রমে স্থির করেছি আমার আকাশে।

তুমি আমার প্রেমিকা ছিলে না, ছিলে নিস্তব্ধ রাতের এক বিমুগ্ধ খোয়াব
যে খোয়াব ঘুমহীন রাত রচনার জন্য যথেষ্ট
যে খোয়াব চোখের দুয়ারে জল রচনার জন্য যথেষ্ট।
প্রিয় মেঘ,
আমি আর রাত জাগতে চাই না,
আমি আর অশ্রু চাই না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments