অন্ধকার যতো ঘন গাঢ় হয় চেনা চেনা মুখ থেকে ততো খসে খসে পড়ে মনোরম মুখোশের নির্যাস
মুখোশহীন মুখগুলো তখন বড় বিশ্রী বিশ্রী লাগে,
অচেনা অচেনা লাগে
দৃশ্য থেকে ধীরেধীরে এক একটা অচেনা মুখ ক্রমশ দূরে দূরে সরে যায়
ফ্রেম খালি হয়ে গেলে কেনো যেনো বড় একা-একা লাগে,
ক্লান্ত-ক্লান্ত লাগে
ঘুম-ঘুম লাগে
মাঝেমাঝে মৃত পিতামহের মতন ঘুমিয়ে যেতে ইচ্ছে করে
এমন ঘুম, যেখানে পৌছাবে না এলার্ম-ঘড়ির টুং টাং,
ভোরেরপাখিরা ডাকবে তবুও খুলবেনা চোখের পাতা
দেখবেনা আর কখনো সুর্যের হাসি কিংবা বাহারি মুখের মুখোশ
গাঢ়তর অন্ধকারে মুখোশ খসে পড়ে বোধহয় বলেই মৃতদের ঘুম এতো দীর্ঘতর হয়!