মনে তোলপাড় মুখে নাহি মোর
ফুটেনা সাজানো কথা,
বুঝিবে কি করে ওঠে যে ডুকরে
এই হৃদয়ের ব্যথা।
অসাড়ে ভাবায় হলো যে উদয়
লিখেছি কবিতা খানি,
বলতে কি চায় আমার হৃদয়
থোড়াই বুঝিবে জানি।
আচ্ছা বলোতো কেন চারু এতো
এতো চনচল তুমি?
দেখিলে তোমারে যাই ভুলে ভরে
পাগল প্রায় এ আমি!
এতো রূপবান নিয়ত নবীন
কেন গো শান্ত, তুমি?
দেখিলে তোমারে তোমার মাঝেরে
হারাইয়া যাই আমি।
কবিতার ছলে পাঠালাম খুলে
নিবেদিত মোর প্রেম,
মনের বাসনা ফিরিয়ে দিয়োনা
যেন এক কথা ফ্রেম।
কাছে বড়জোড় ডেকে নিস তোর
বাসি তোরে খুব ভালো,
অখিল সাজাবো গহিনে রাখিবো
জ্বলে মনে সুখ আলো।
নয়ত এ ঘোর হবে প্রিয় মোর
এঁদো রাতের চাঁদনী,
এই অভাগার বলো একবার
হইবা যে অভাগিনী।
2022-07-19