জীবন প্রদীপ নিভে গেলে
যাবে অসীম দেশ,
দুনিয়াতে এ ভেবো না
এইতো আছি বেশ।
গভীর মায়ায় ডাকছে তোদের
প্রকৃতি যে আজ,
ধর্মগত হিসেব রাখো
করছো যতো কাজ।
ঘুমের দেশে ক্লান্তি মিশে
নাইকো ঘুমের শেষ,
ধর্মের কাজে মন দিয়ে দাও
কেটে ঘুমের রেশ।
সমাজ সেবায় অধিক সময়
পারলে করো পার,
মানব মুখে স্মরণ রবে
বাঁচবে জীবন ভর।
সকল স্মৃতি ভুলে দিয়ে
জীবন হবে গুম!
কবর মাঝে শুয়ে শুয়ে
দিও শান্তির ঘুম।