যে চলে যেতে চায়;— সে তো চলে যাবেই
চলে যাওয়ার জন্য এসেছিল সে।
বাসা বেঁধে পাখি উড়ে চলে যায়
পালক পড়ে থাকে তার পুরনো বাসায়।
সে তো চলে যাবেই
চলে যাওয়া প্রকৃতির খেলা— খেলেছে সে।
শশী তার রূপ দিয়ে সাজায়ে রাতে
সব রূপ মুছে দিয়ে ফের ডুবে যায় প্রাতে।
সে যে চলে গেছে
তাকে ঘিরে তবে এত বেদনা কেন?
সে তো চলে যাবেই
সে কি বেদনা বোঝে!