Review This Poem

আমি দেখেছি একদিন নিদারুণ কষ্টের রাত
তম রাত্রির শেষে কি বেদনায় আসে প্রভাত!

আমি শুনেছি অজস্র জোনাকির বিভৎস চিৎকার,
দেখেছি- ঝাউবনের আড়ালে দ্বাদশী শীতাংশুর
ক্রমশ হারিয়ে যাওয়া; যেভাবে চলে গেছো তুমি।
যেন বিষাক্ত উরগের ছোবলে নিমিষেই শেষ সব
মাইলের পর মাইল ছিল শুধু মরীচিকার অবয়ব।

চৌরাস্তার মোড়ে রক্ত জবার পদদলিতের কষ্ট
কি করে রাতের আধারে মানুষেরা হয়ে পড়ে পথভ্রষ্ট!
আমি দেখেছি একদিন বিষাদের জল কত নীল
সিগারেটের ছাঁ’য়ে উড়ে যাওয়া চিত্তের জ্বালা
শেওলায় ছেঁয়ে যাওয়া নিধি, পদ্মের ডাঁটা অবধি।

আমি দেখেছি একদিন—
বনে বনে ক্ষুধার্ত শিয়ালের লাগাতার চেঁচান
ছিঁড়ে যাওয়া আঁচলে কন্যার অবারিত ক্রন্দন।
ইতস্তত ডাস্টবিনের কোণে পড়ে থাকা শিশুদের মুখ
মাঝরাতে মোড়ে মোড়ে অবলা তরুণীর কমনীয় চোখ
কী ভীষণ বেদন, তবু কী নেহ প্রমোদে করছে নিবেদন।

আমি দেখেছি একদিন–
বিরহে ভেঙে পড়া প্রেমিকার চোখ
কিংবা হাহাকারে ভেসে যাওয়া বুক!
আমি দেখেছি একদিন নিদারুণ কষ্টের রাত,
তুমিহীনা বেদনায় বিষণ্ন মলিন প্রভাত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments