5/5 - (3 votes)

অভ্রভেদী,
কেমন আছো? কোথায় আছো?
কী করে সব দিন কেটে যায়, রাত কেটে যায়
একটা পুরো শীত কেটে যায়— বলতে পারো?

ক্যামনে তোমার নিদারুণ এই শীত কেটেছে?
কেমন গেলো দীর্ঘ ভ্রমণ?
কোন অরণ্যে নজর তোমার থমকে গেছে?
কোথায় কোথায় করলে গমন?

শহরজুড়ে শিমুল পলাশ কৃষ্ণচূড়া হচ্ছে ভীষণ গাঢ়
বসন্ত প্রায় এসেই গেলো প্রিয়, একটা চিঠি দিতেই
ত’ পারো।
রাশি রাশি ঝরছে পাতা বসন্তরা আসলো বলে হেন
আমার আবেশ বলছি না-হয় কিছু ইচ্ছে হলে শুনো:

আমি শুধু দিন গুনেছি—
নষ্ট দিনের প্রহর শেষে দূর আকাশে চোখ পেতেছি
আমি শুধু ক্রুশ টেনেছি—
পুঞ্জিকার ঐ বসন্তরে হাতের রেখায় প্রাণ দিয়েছি।
আমি শুধু কান পেতেছি—
শুনবো বলে পায়ের তলে কচমচানো পাতার ধ্বনি
আসবে বলে অটল আছি—
তোমার নামে দিব্যি দিচ্ছি পূজো— বৃহস্পতি-শনি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments