আমার শহরের থেকে আমার শহরের মেঘ
তোমার শহরে উড়ে যায়
তুমি কি তাকিয়ে দেখেছ?
আকাশে কী মেঘ করেছে ঢাকায়!
তুমি কি তাকিয়ে দেখেছ?
নক্ষত্র নক্ষত্রের পরে দিনের আলোয়
সারি সারি দাড়িয়ে রয়েছে পরে
দেখেছে তোমার প্রলয়।
তুমি কি তাকিয়ে দেখেছ?
কী অপরূপ সাজে সেজেছে আকাশ আজ
মাইলের পর মাইল ছেয়ে গেছে যেন
সুশুভ্র শরতের কাশ।
এমন আকাশ কখনো দেখনি তুমি,
এমন শুভ্রতার মাতম! তাকিয়ে দেখ
থরে থরে সেজেছে মেঘ,
শতবর্ষের শতশত তুলো
আনন্দ মেতেছে আজ; অবিরাম চলেছে উড়ে।
আমার শহরের থেকে আমার শহরের মেঘ
তোমার শহরে উড়ে যায়
তুমি কি তাকিয়ে দেখেছ?
আকাশে কী মেঘ করেছে ঢাকায়!
এই বেলা গড়ে যায় ধীর, প্রতীচীন আকাশে আতপ,
তরঙ্গ খেলে মৃদু হাওয়া আসে
নিঃশ্বাসে বিঁধে এসে নিঃশ্বাসে— পরিচিত চুলের সুবাস
আমি এইখানে বসে পাই।
এইখানে বসে আছি একা, নিদারুণ শূন্যতা বুকে
তুমি তাকিয়ে দেখেছো?
কার চাপা দুঃখে
আকাশে অমন মেঘ করেছে ঢাকায়?