“হাত ধরো, শক্ত করে ধরো।
চিবুক ছুঁয়ে দেখো দেখি আমার গা গরম নাকি?
এই দেখো তো চোখে যেন কী পড়েছে।
চলো সোহরাওয়ার্দী উদ্যানে যাই।
হাসির একটা গল্প বলো— মন ভালো না আমার।”
“এসব কী হ্যাঁ!
গল্পও জানো না?
চুপ করে থাকলে তো হবে না।
বোকা বোকা চেহারা করে তাকিয়ে আছো
কেনো?
চুমু খাবে?”
ভালোবাসা কেমন যেন?
ঠিক জানি না—
কিসব ভালোবাসায়!
ওসব কিছুর জলাঞ্জলি, জানতে চাইনা অত কিছু।
শুধু জানি আবদারে তার চক্ষুজোড়া চড়ক ছিল,
এত এত শাসন ছিল,
নানান রকম বায়না ছিল।
তার আবদার ছিল— শক্ত করে হাত ধরা,
জ্বর দেখানোর বায়না করে একটু আধটু শরীর ছোঁয়া,
সোহরাওয়ার্দী উদ্যানে যেয়ে লেপ্টে বসে গল্প করা।
তার আবদার ছিল—
নিয়ম করে চুমু খাওয়া।