একটি পতাকা পেলে
2020-01-06
কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা কথাসম্পূর্ণ
কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা কথাসম্পূর্ণ
আমার এই মানচিত্র আর লাল-সবুজের পতাকায়-যদি এখনও তোমার হিংস্র লালা ঝরে,তবে প্রচন্ড এক ভয়ে কেঁপেসম্পূর্ণ