কবিতাএকজন আদম
কবিঅভিক নৃ
উৎসর্গবহ্নিশিখা'দের
লিখার স্থানদমদম স্টেশন,কোলকাতা
লিখার সময়মে ৩১,২০১৭
Review This Poem

লিলিথ,
এসো বৃষ্টিবাদল মাখব গায়ে-
অন্ধকারে এই বোধের যাত্রামঞ্চে যে তোমাকেই খুব প্রয়োজন,
ভেঙ্গে দাও শেকল ঠাশ! ঠাষ! আর এই হাজার বছরের বন্দী দেহ।
চেয়ে দেখ, তোমার বৃষ্টিভেজা চুলে ধর্ষিতার কান্না হাসে প্রতিবাদী হয়ে।
কান্না শুঁকোতে দিয়েছি আমার এ বুক পেতে,
এসো,তুমি প্রেমিক হবে যদি নারী!
বেরিয়ে এসো কালোপর্দার আড়াল থেকে,
তুমি হবে শেকল ভাঙ্গার গল্পের দেহগাড়ি।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments