Review This Poem

🥰😍

ভাবতে পারেন খাসি আমায়
ভাবেন বলীর পাঁঠা,
ইচ্ছে হলে চলার পথেও
দিতে পারেন কাঁটা।

ভাবতে পারেন এই আমাকে
বাঘের মাসি বিলাই,
ইচ্ছে হলে মুখটা আমার
করতে পারেন সিলাই।

ভাবতে পারেন শেয়াল আমায়
যেমন মুরগী চোর,
সন্ধ্যায় ডাকি হুক্কা হুয়া
গর্তে ঢুকি হবার আগে ভোর।

জলহস্তী কিবা গণ্ডার
নয়তো ভাবুন গাধা,
যা খুশি তা ভাবতে পারেন
দেবো না তো বাঁধা।

ভাবতে পারেন এই আমিটা
যা লিখি সব মিছে,
আপনা কাজ ফেলে রেখে
লাগতে পারেন পিছে।

ভাবতে পারেন মাছরাঙা
বা ভাবতে পারেন বক,
চায়লে এ-ও ভাবতে পারেন
আমি বড্ডো ঠগ।

যা মন চায় ডাকতে পারেন
শুনতে আমি রাজি,
ডাকতে পারেন মিছকে শয়তান
কিংবা ডাকুন হাজ্বী।

ভাবতে পারেন মুসলিম আমি
ভাবতে পারেন হিন্দু,
তাতে কিছু যায় আসে না
আমার এক বিন্দু।

খ্রিষ্টান আমায় ভাবতে পারেন
ভাবতে পারেন বৌদ্ধ,
ভাবতে পারেন এই না আমি
নই পুরোটা শুদ্ধ।

হয়তো বলেন এই আমিটা
কোনো দলের পা চাটা,
ভাবতে পারেন হিজরা আমায়
দেখে আমার নাচাটা।

মজা করে এই আমাকে
ডাকেন যদি ব্যাঙ,
তাতেও আমি রেগে গিয়ে
মারবো না তো ল্যাঙ।

খোঁচা মেরে হয়তো আমায়
ডাকতে পারেন সাপ,
ফণা তুলে গায়ের উপর
দেবো না তবুও লাফ।

চিকনা বলে জানি আমায়
ভাববেন না তো হাতি,
মজা করে বলবেন হয়তো
সিরাজ আজাদের নাতি।

মন চায়লে বলতে পারেন
খাই না আমি হালাল,
নিজের পক্ষে না বলি যদি
ডাকুন আমায় দালাল।

খচ্চর আমায় ডাকতে পারেন
নয়তো ডাকুন ছাগল,
হাটে হাড়ি ভাঙতে গেলে
বলুন আমায় পাগল।

ভাবতে পারেন বাজপাখি
বা ভাবতে পারেন চিল,
পাগল ভেবে আমার দিকে
মারতে পারেন ঢিল।

খেতে পারেন কুল কী বা আম
মাথায় রেখে নুন,
গায়ের জোরে করতে পারেন
এই আমাকে খুন।

ফকির বলেন ওঝা বলেন
বলেন দরবেশ ওলি,
কানে আমার মন্দ কিছু
কখনও না তুলি।

বাচ্চা বলেন বুড়ো বলেন
কিংবা বলেন মেয়ে,
নিজেকে আমি রাখতে খুশি
বেড়াই নেচে গেয়ে।

ভাবতে পারেন চালাক আমি
ভাবতে পারেন বোকা,
কিংবা চায়লে মাথার উপর
মারতে পারেন টোকা।

ভাবতে পারেন সরস্বতী
কিংবা ভাবেন কালি,
আপনা স্বার্থে লাগলে আঘাত
দিয়েন আমায় গালি।

ভাবতে পারেন শয়তান আমি
করি না বলে রাগ,
দেখিয়ে মেজাজ বলবো নাতো
এখান থেকে ভাগ!

কাজ করাতে এই আমাকে
বলতে পারেন কাজী,
কাজের শেষে ফের আমাকে
বলতে পারেন পাঁজী।

লাগলে ভালো আমার কথা
বলেন আমায় সাবাশ,
নিজের ভুল দেখিয়ে দিলে
চালান নানান বাহাস।

আবোল তাবোল পাগল ভাবেন
দেখে আউলা চুল,
আমায় নিয়ে ভেবে করেন
নিজের কাজে ভুল।

চুলের বাহার দেখলে আমার
ভাবতে পারেন ঢঙ্গী,
কিংবা কোনো কথার প্যাঁচে
ভাবতে পারেন জঙ্গী।

কত কী যে ভাবেন আমায়
কাঁধে দেখে ব্যাগ,
না পারলে আমার সাথে
দিয়েন রাজাকারের ট্যাগ।

ভাবতে পারেন এই আমিটার
বিদ্যা বুদ্ধি অল্প,
আমায় নিয়ে লিখতে পারেন
মনগড়া সব গল্প।

ভাবতে পারেন এই আমিটা
বোকাট্টা এক ঘুড়ি,
মুক্ত আকাশনীলে আমি
ইচ্ছে মতো উড়ি।

ভাবতে পারেন এই আমিটা
কাটি ঘোড়ার ঘাস,
আপনি চায়লে এই আমাকে
দিতে পারেন বাঁশ।

ভাবতে পারেন লোহা আমায়
ভাবতে পারেন তামা,
ভাবতে পারেন ডান অথবা
ভাবতে পারেন বামা।

ভাবতে পারেন ভরাআকাশ
কিংবা ভাবুন শুন্য,
ভাবতে পারেন পাপে থাকি
করি না কোনো পূণ্য।

ভাবতে পারেন ভারতি আমায়
ভাবুন পাকিস্তানের চেলা,
ইমোশনাল ব্লাক মেইলে
ভাঙবেন আমার খেলা?

মন চায়লে দিয়েন আমায়
ইচ্ছে মতো খামচা,
ভাবতে পারেন এই আমাকে
দলীয় কোনো চামচা।

আপনাদের যত ইচ্ছে আমায়
করুন অপমান,
সবার সকল কর্মকাণ্ডে
লিখবো নব গান।

ভাববেন না তো অপমানে
পরবো গলায় ফাঁসি,
আপনাদের সকল কথা কাজে
পাই যে ভীষণ হাসি।

মাঝে মাঝে এই আমিটা
করি মেজাজ মেকি গরম,
মন্দের জন্য কঠিন আর
ভালোর জন্য নরম।

সব কথায় মন খারাপ হলে
কেমন করে শিখবো?
কেমন করে দ্বীন দুনিয়ার
হাল হাকীকত লিখবো?

আমি তো নই কোনো দলের
অন্ধ কোনো ভক্ত,
দলীয় পাওয়ার দেখিয়ে আমি
পান করি না রক্ত।

রক্ত আমার বি পজিটিভ
রোজ করি সৎ চিন্তা,
হই না হতাশ, থাকতে সবল
নাচি ধিনাক ধিন তা।

যা খুশি তা বলতে পারেন
মেনে নেবো সবি,
রাখুন জেনে তবে আমি
নির্দলীয় কবি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments