গভীর রাতে যখন ধ্যান করতে যাই ;
তখন দেখি বর্ণ মালার প্রতিটি অক্ষর শব্দ হয়।
আবার শুনি…
শব্দগুলো কাঁদে কবিতা হয়ে।
চিৎকার করে বলে-
হে মা… নু… ষ !
তোমরা পথ ভ্রষ্ট হয়ো না,
হারাইয়ো না মানবতা।
ভুলে যাচ্ছো- তোমরাই সৃষ্টির সেরা জীব।
নিজেরাই নিজেদের নিয়ে যাচ্ছো অন্তিম ধ্বংসের পথে।
ভাইয়ে ভাইয়ে করছো সংঘাত।
কোমল শব্দগুলো আজ
নাগরীক যান্ত্রিকতার পদাঘাতে পিষ্ট।
জলবতী মেঘ।
সাগরের তরঙ্গ।
অদৃশ্য হাওয়া…
ভাঙ্গা তরীর ছিন্ন পাল।
কোমল মন।
ছোট্ট জীবন।