কতো নিশি যায় না ঘুমের নগর!
যদিও কোনো বিবাদ হয়নি তন্দ্রার সাথে।
সুপ্তির সাথে ছিলো না কোনো অভিমান।
তেরোটা বছর যাই না ঘুমের নগর।
তেরোটা বছর!
কোন কারণে যাই না তা আজ আর মনে নেই।
শুধু কাল নিশুতির নির্জনতায় রোজ শুনি
কোনো এক মায়া বনবিহারীনির কান্না।
বিষাদকুয়াশা ছেয়ে গেছে মনোজগতে।
বেদনার আর্তনাদে পৃথিবীতে নামে কৃষ্ণাঙ্গিনী রাত।
কে সে! স্বজন হারিয়ে কাঁদে যে?
তেরোটা বছর যাই না ঘুমের নগর।
নৈঋত কোণের ঐ মহা-আকাশ ছুঁতে চায় অগ্নীপাহাড়।
ভয় করে তাড়া, মনে শিহরণ!
তবু হারাই না সাহস।
ভয় জয় করে কৌতুহলীমন নামে রহস্য রজনীর সন্ধ্যানে।